পাকিস্তানে হামলা নিয়ে যেসব বিষয় এড়িয়ে গেলেন ভারতের পররাষ্ট্র সচিব
পাকিস্তান পাঁচটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে তাদের এমন দাবির বিষয়ে প্রশ্ন করলে সরাসরি কোন উত্তর দেননি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
পাকিস্তান পাঁচটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে এমন দাবির বিষয়ে প্রশ্ন করলে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, এই বিষয়ে সরকারি তথ্য সঠিক সময়ে জানানো হবে। পাকিস্তানি বাহিনী ৫০ জন ভারতীয় সেনা হত্যা করেছে বলে সেখানকার তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের দাবির বিষয়ে প্রশ্ন করা হলে জবাব দেননি। পাকিস্তানে ১০০ জন নিহত প্রসঙ্গেও বলেন, বিমান হামলার পর মাত্র ৩৬ ঘণ্টা পার হয়েছে এবং আরো বিস্তারিত জানার জন্য গণমাধ্যমকে অপেক্ষা করতে হবে।
পাকিস্তান পাঁচটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে তাদের এমন দাবির বিষয়ে প্রশ্ন করলে সরাসরি কোন উত্তর দেননি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।