Web Analytics

শাহ আমানত ট্রেডিং নিলামে প্রায় দেড় কোটি টাকার কাপড়ভর্তি দুটি কনটেইনার কিনে সব শুল্ক পরিশোধ করেও পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন মালিক সেলিম রেজা। সাত মাস ধরে খোঁজ মিলছে না কনটেইনারের। কাস্টমস বলছে, বন্দর কর্তৃপক্ষ ডেলিভারি সম্ভব না বললে রিফান্ড দেওয়া হবে। অন্যদিকে বন্দর কর্তৃপক্ষ জানায়, প্রায় ৫০ হাজার কনটেইনারের মধ্যে এগুলো হয়তো ভুল স্থানে রাখা হয়েছে, হারিয়ে যায়নি। খোঁজ চলছে।

Card image

নিউজ সোর্স

চট্টগ্রাম বন্দরে দেড় কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার উধাও!

চট্টগ্রাম বন্দরে প্রায় দেড় কোটি টাকা মূল্যের কাপড়বোঝাই (ফেব্রিক্স) দুটি কনটেইনারের হদিস মিলছে না। নিলামের পর সব শুল্ককর পরিশোধ শেষে ডেলিভারি নিতে গেলে কনটেইনার না পাওয়ার বিষয়টি জানাজানি হয়েছে। সংরক্ষিত এলাকা থেকে কিভাবে কনটেইনার গায়েব হলো তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।