আ.লীগের সঙ্গে আঁতাত মেনে নেওয়া হবে না: হাসনাত আবদুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, কোনোভাবেই যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে আপনাদের ৪ কোটি সন্তানদের তারা বাঁচতে দিবে না। আপনারা অনেকেই ভাবছেন আমাদের লড়াই শেষ হয়ে গিয়েছে। আমাদের লড়াই এখনো শেষ হয় নাই। দীর্ঘ লড়াইয়ের জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা দেখেছি ঢাকায় যখন আগুন লেগেছে তখন সেই আগুনে আলু পোড়া দিয়ে খেতে এসেছে আওয়ামী লীগ। আপনি বিএনপি করেন, জামায়াত করেন আপত্তি নেই; কিন্তু আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করবেন তা কখনো মেনে নেওয়া হবে না।