Web Analytics

ভোলার জেলেরা নিষেধাজ্ঞা উঠে গেলেও নদীতে ইলিশের স্বাভাবিক ধরা পাচ্ছে না, যা তাদের হতাশ করেছে। সীমিত মাছ ধরা শ্রমজীবী জেলেদের সমস্যা সৃষ্টি করেছে। তবে সাগরে প্রচুর ইলিশ ও অন্যান্য মাছ পাওয়া যাচ্ছে, যা উপকূলীয় বাজার ও জেলেদের কিছুটা স্বস্তি দিচ্ছে। কর্তৃপক্ষ ও স্থানীয়রা আশা করছেন বর্ষায় নদীর পানি বাড়লে ইলিশের প্রবাহ বাড়বে, ফলে মাছ ধরার মৌসুম উন্নত হবে।

21 Jun 25 1NOJOR.COM

ভোলার নদীতে ইলিশ কম, সাগরে প্রচুর; বর্ষায় ভাল ধরার আশাবাদ

নিউজ সোর্স

নদীতে কাঙ্ক্ষিত ইলিশ না পেলেও মিলছে সাগরে

চলতি মৌসুমে ভোলার নদ-নদীতে কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে হতাশ জেলেরা। নিষেধাজ্ঞা শেষে নদীতে মাছ ধরতে নামলেও জালে মিলছে সামান্যই। এতে সংকটে পড়েছেন শ্রমজীবী জেলেরা। তবে সাগরে প্রচুর ইলিশসহ মিলছে নানা মাছ, যা কিছুটা স্বস্তি দিচ্ছে উপকূলীয় আড়ত ও জেলেদের। সংশ্লিষ্টরা বলছেন, বর্ষায় নদীতে পানি বাড়লে ইলিশের প্রবাহ বাড়বে। ফলে জেলেদের মুখে ফের হাসি ফুটবে বলে আশা করছেন স্থানীয়রা ও মৎস্য কর্মকর্তারা।