ম্যানহাটনে হাঁটলেন, মন জয় করলেন: নিউইয়র্কে মামদানির উত্থান
নিউইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে চমক দেখিয়েছেন ৩৩ বছর বয়সী জোহরান মামদানি। ক্যামেরায় ধরা পড়েছে—শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে শুরু করে রাত ২টা ৩০ মিনিট পর্যন্ত এই ডেমোক্র্যাট সমাজতন্ত্রী হেঁটেছেন গোটা ম্যানহাটনের রাস্তাজুড়ে। তাকে অভিবাদন জানিয়েছেন চলতি পথের নিউইয়র্কবাসীরা। কেউ বলছেন ‘আগামী মেয়র’, কেউ বা হাততালি দিচ্ছেন। মামদানির ভাষায়, ‘নিউইয়র্কবাসী এমন একজন মেয়র চান যাকে তারা দেখতে, শুনতে এবং প্রয়োজনে বকাও দিতে পারবেন।‘