ইরানকে ‘সর্বোচ্চ সময়’ বেধে দিয়ে যা বললেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা এড়াতে ইরানের হাতে সর্বোচ্চ দুই সপ্তাহের সময় রয়েছে।’ দেশটির স্থানীয় সময় শুক্রবার (২০ জুন) সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এর আগের দিন অর্থাৎ, বৃহস্পতিবার ট্রাম্প ইরানে হামলার বিষয়ে সিদ্ধান্ত নিতে দুই সপ্তাহ সময় নেওয়ার কথা জানান। এএফপির বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও টিভি।