পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সার্বভৌমত্ব সংকটে পড়বে: আসাদুজ্জামান রিপন
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার পরিচালনা করতে পারবে না। সকালে এক সরকার, বিকালে এক সরকার এমন পরিস্থিতি তৈরি হবে। এতে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সংকটে পরবে বলে মনে করেন বিএনপির এই নেতা।