ক্ষমতায় এসেই ১০ হাজার মানুষকে চাকরিচ্যুত করলেন ট্রাম্প
সরকারি ব্যয় কমানোর জন্য দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এ পর্যন্ত চাকরিচ্যুত হয়েছেন ৯ হাজার ৫ শতাধিক সরকারি কর্মী। শনিবার (১৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ জানুয়ারি শপথ গ্রহণের পর ‘সরকারি ব্যয় সংকোচন ও কর্মীদের দক্ষতা বৃদ্ধি’ নামে নতুন একটি দপ্তর খোলার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দপ্তরটির প্রধান করা হয় টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ককে। যদিও মার্কিন কংগ্রেস স্বীকৃতি না দেওয়ায় এখনও মন্ত্রণালয়ের মর্যাদা পায়নি দপ্তরটি। যার ফলে মাস্ককে মন্ত্রীর পরিবর্তে ‘উপদেষ্টা’ পদবীতেই থাকতে হয়েছে।