Web Analytics

গাজার দুঃসময়ে আবারও এগিয়ে এলো মিসরের আজহার বিশ্ববিদ্যালয়ের মানবিক হৃদয়। আজহারের প্রধান ইমাম ও বাইতুল যাকাত ও সাদাকাহ’র পরিচালক ড. আহমেদ আত-তাইয়েবের নির্দেশে গাজায় রওনা হলো এক মহৎ কাফেলা—একাদশ ত্রাণ কাফেলা, বহন করছে হাজার হাজার টন খাদ্য, ওষুধ, শিশুদের দুধ, কম্বল এবং সম্পূর্ণ সজ্জিত এক হাজার তাঁবু। শাইখুল আজহারের উদাত্ত আহ্বান—“তোমাদের সম্পদ দিয়ে জিহাদ করো, ফিলিস্তিনকে সাহায্য করো”—আজ এক বিশ্বজনীন প্রতিজ্ঞায় পরিণত হয়েছে। যারা চান, তারাও এই দয়ার কাফেলার অংশ হতে পারেন। আজহার বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রতিষ্ঠিত বাইতুল যাকাত ও সাদাকাহ একটি বিশ্বস্ত সেতু, যার মাধ্যমে আপনার দান পৌঁছে যাবে সরাসরি গাজার ভাঙা হৃদয়ে।

Card image

নিউজ সোর্স

বিধ্বস্ত গাজায় আল আজহার বিশ্ববিদ্যালয়ের এক হাজার তাঁবু

গাজার আকাশ আজও ধোঁয়ায় ঢাকা, রাস্তায় ছড়িয়ে আছে ধ্বংসস্তূপের গন্ধ। নারী-শিশুর কান্না আর ক্ষুধার্ত মানুষের দীর্ঘশ্বাসে ভারী হয়ে উঠেছে বাতাস। এমন এক দুঃসময়ে আবারও এগিয়ে এলো মিসরের আজহার বিশ্ববিদ্যালয়ের মানবিক হৃদয়।


একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।