ডুবোচর ও তাপ বিদ্যুৎ কেন্দ্রের বর্জ্যে পায়রা নদীতে ইলিশ প্রবেশে বাধা
ভরা মৌসুমেও পায়রা নদীতে কাঙ্ক্ষিত রূপালী ইলিশের দেখা নেই। সাগর মোহনায় ডুবোচরে বাধাপ্রাপ্ত হয়ে ইলিশ উলটো পথে ফিরে যায় ও তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্যকে দায়ী করেছেন জেলেরা।
ইলিশের ভরা মৌসুমে পায়রা নদীর জেলেরা ইলিশ ধরা কম হওয়ায় মানবেতর জীবনযাপন করছেন। নদীর মোহনায় থাকা ডুবোচর ও নিকটবর্তী তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য নদীর স্বাভাবিক জোয়ার প্রবাহ বাধাগ্রস্ত করছে, ফলে ইলিশ প্রবেশ ও প্রজননে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এর কারণে ১৪ হাজারের বেশি উপকূলীয় জেলেদের জীবিকা প্রভাবিত হচ্ছে। বিশেষজ্ঞ ও স্থানীয়রা দ্রুত ডুবোচর খনন এবং তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য নিয়ন্ত্রণের দাবি তুলেছেন।
তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য ও ডুবোচর পায়রা নদীতে ইলিশ প্রবেশ বাধাগ্রস্ত করছে
ভরা মৌসুমেও পায়রা নদীতে কাঙ্ক্ষিত রূপালী ইলিশের দেখা নেই। সাগর মোহনায় ডুবোচরে বাধাপ্রাপ্ত হয়ে ইলিশ উলটো পথে ফিরে যায় ও তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্যকে দায়ী করেছেন জেলেরা।