Web Analytics

ইরান ইসরাইলী আগ্রাসনের উপযুক্ত জবাব দিবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ডেপুটি কমান্ডার জেনারেল আলি ফাদাভি। এক বিবৃতিতে তিনি বলেন, আমাদের ট্রু প্রমিস-৩ যথা সময়ে পরিচালিত হবে। এর আগে ২৪ সালের এপ্রিল ও অক্টোবর মাসে ইসরাইলের বিরুদ্ধে দুটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পরিচালনা করেছিল ইরান, যা ট্রু প্রমিস-১ ও ট্রু প্রমিস-২ নামে পরিচিত। গাজায় চলমান যুদ্ধ প্রসঙ্গে তাদের নিজেদেরই পরাজিত ও হামাসের জয়ী হওয়ার স্বীকারোক্তি আছে বলে উল্লেখ করেন। উল্লেখ্য, গত ২৬ অক্টোবর ইসরাইল যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত ইরাকি আকাশসীমা ব্যবহার করে ইরানি স্থাপনায় হামলা চালিয়েছিল। এর জবাব ট্রু প্রমিস-২ দিয়ে দিয়েছিল ইরান।

Card image

নিউজ সোর্স

ইসরাইলি আগ্রাসনের উপযুক্ত জবাব দেবে ইরান

ইরান ইসরাইলি আগ্রাসনের উপযুক্ত জবাব দেবে বলেই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলি ফাদাভি।


একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।