Web Analytics

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ডে ছয় শতাধিক কর্মী ও স্থানীয় জনগণের অংশগ্রহণে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করেছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থান স্মরণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ড্রেন, নর্দমা ও ফুটপাত পরিষ্কার করা ও মশার ঔষধ প্রয়োগ করা হয়েছে। কর্মকর্তারা জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে স্থানীয় জনগণের অংশগ্রহণ অপরিহার্য। পাশাপাশি নবগঠিত ওয়ার্ডগুলোর অবকাঠামো উন্নয়নেরও পরিকল্পনা রয়েছে।

19 Jul 25 1NOJOR.COM

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডেঙ্গু নিয়ন্ত্রণে স্থানীয়দের অংশগ্রহণ নিশ্চিত করল

নিউজ সোর্স

‘ডেঙ্গু নিয়ন্ত্রণে স্থানীয় জনগণ অংশগ্রহণ করলেই আমরা সফল’

ছাত্র জনতার গণঅভ্যুত্থান স্মরণে জুলাই ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) কর্তৃক আজ বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে। ডিএসসিসি অঞ্চল-৬ এর ৭৪ নং ও ৭৫ নং ওয়ার্ডে (নন্দীপাড়া-নাসিরাবাদ এলাকা) পরিচালিত এ অভিযানে কর্পোরেশনের মাননীয় প্রশাসক মো. শাহজাহান মিয়ার উপস্থিতিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।