‘ভারত আমাদের বন্দির মতো নৌকায় তুলল – তারপর সমুদ্রে ফেলে দিল’
৯ মে সর্বশেষ ভাইয়ের সঙ্গে কথা বলেছিলেন নূরুল আমিন। সংক্ষিপ্ত সেই ফোনালাপে তিনি জানতে পারেন, তার ভাই কাইরুলসহ আরও চারজন স্বজনকে ভারতের সরকার মিয়ানমারে পাঠিয়ে দিয়েছে—যে দেশ থেকে তারা ভয় পেয়ে পালিয়ে এসেছিল বহু বছর আগে।