Web Analytics

বিবিসির অনুসন্ধানে জানা গেছে, ভারত দিল্লি থেকে রোহিঙ্গা শরণার্থীদের আন্দামান হয়ে নৌবাহিনীর জাহাজে তোলে এবং লাইফ জ্যাকেটসহ সমুদ্রে ফেলে দেয়। তারা সাঁতরে মিয়ানমারে ওঠে এবং এখন প্রতিরোধ গোষ্ঠীর আশ্রয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। শরণার্থীরা নির্যাতন, ধর্মীয় অপমান ও জোরপূর্বক আটক হওয়ার অভিযোগ করেছেন। জাতিসংঘ বলছে, অভিযোগ প্রমাণে যথেষ্ট তথ্য রয়েছে। ভারতের সুপ্রিম কোর্ট শিগগিরই সিদ্ধান্ত নেবে রোহিঙ্গাদের শরণার্থী মর্যাদা দেওয়া হবে নাকি অবৈধ অভিবাসী হিসেবে বহিষ্কার করা হবে।

29 Aug 25 1NOJOR.COM

ভারত সমুদ্রে রোহিঙ্গা শরণার্থী ফেলে দেওয়ার অভিযোগে অভিযুক্ত

নিউজ সোর্স

‘ভারত আমাদের বন্দির মতো নৌকায় তুলল – তারপর সমুদ্রে ফেলে দিল’

৯ মে সর্বশেষ ভাইয়ের সঙ্গে কথা বলেছিলেন নূরুল আমিন। সংক্ষিপ্ত সেই ফোনালাপে তিনি জানতে পারেন, তার ভাই কাইরুলসহ আরও চারজন স্বজনকে ভারতের সরকার মিয়ানমারে পাঠিয়ে দিয়েছে—যে দেশ থেকে তারা ভয় পেয়ে পালিয়ে এসেছিল বহু বছর আগে।