এ মুহূর্তে জ্বালানি তেলের দাম বাড়ানোর চিন্তা করছি না: জ্বালানি উপদেষ্টা
মধ্যপ্রাচ্য সংঘাতের প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও দেশের বাজারে এ মুহূর্তে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। আগামী মাসে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণে তেলের দাম বাড়তে পারে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘এখন আমরা জ্বালানি তেলের দাম বাড়ানোর কথা চিন্তা করছি না।’