ইসরাইলের পতন অনিবার্য: হেফাজতে ইসলাম
ইসরাইল পৃথিবীর শান্তি ও মানবতা ধ্বংস করছে, তাদের পতন অনিবার্য বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। মুসলিম বিশ্বকে আসন্ন মহাযুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানিয়েছেন তারা। শনিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।