সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ব্যাখ্যা দিলো ভারত
সীমান্ত এলাকা অপরাধমুক্ত করতেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ভারত। সীমান্ত সুরক্ষিত করার ক্ষেত্রে বেড়া নির্মাণ গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা বলে মনে করে দিল্লি।
সীমান্ত এলাকা অপরাধমুক্ত রাখতে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ভারত। ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া শীর্ষক শিরোনামের বিজ্ঞপ্তিতে বলা হয় দুই দেশের সীমান্ত দৈর্ঘ্য ৪ হাজার ৯৬ দশমিক ৭ কিলোমিটার। এরমধ্যে ৩ হাজার ২৩২ কিলোমিটার বেড়া দেওয়া হয়েছে। সব প্রটোকল ও চুক্তি মেনেই বেড়া নির্মাণ করা হচ্ছে, বিজিবি'র মধ্যে সবসময় সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গির আশাও করা হয়। ভারত বাংলাদেশ সীমান্তে ৮৬৪ কিলোমিটার এখনো বেড়া নির্মাণ করা হয়নি, যার ১৭৪ কিলোমিটার নির্মাণ করা সম্ভব না জলাভূমি ও অধিগ্রহণ সংক্রান্ত সমস্যা থাকায়। তাছাড়া কিছু জায়গায় বেড়া নির্মাণ নিয়ে বিজিবির রয়েছে ঘোর আপত্তি। ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লোকসভার প্রশ্নোত্তরে এসব তথ্য দেন।
সীমান্ত এলাকা অপরাধমুক্ত করতেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ভারত। সীমান্ত সুরক্ষিত করার ক্ষেত্রে বেড়া নির্মাণ গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা বলে মনে করে দিল্লি।
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।