Web Analytics

শনিবার সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কিছু লোক মিছিল নিয়ে জাপা কার্যালয়ের সামনে আসলে উত্তেজনা দেখা দেয়। বেশ কিছুক্ষণ পর কয়েকজন মিলে জাপা কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পরে ভাঙচুরের পাশাপাশি আগুন জ্বালিয়ে দেয়া হয়। এসময় কার্যালয় থেকে চেয়ার-টেবিল বের করে বাইরেও আগুন ধরিয়ে দেয়া হয়। তখন পুলিশ লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত, ঘটনাস্থলে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এর আগে কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জাপার একাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

30 Aug 25 1NOJOR.COM

সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। তখন পুলিশ লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করে।

নিউজ সোর্স

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর- অগ্নিসংযোগ

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার পর এমন ঘটনা ঘটে বলে জানা গেছে।