Web Analytics

দক্ষিণ ব্রাজিলের গুইবা শহরে প্রবল ঝড়ে ধসে পড়েছে প্রায় ৪০ মিটার (১১০ ফুট) উঁচু স্ট্যাচু অব লিবার্টির একটি রেপ্লিকা। সোমবার বিকেলে বয়ে যাওয়া ঝড়ে মূর্তিটি দুলতে দুলতে ভেঙে পড়ে। ঘটনাস্থলটি ছিল হাভান নামের একটি বড় খুচরা বিপণি প্রতিষ্ঠানের পার্কিং লটে, একটি ফাস্টফুড রেস্তোরাঁর পাশে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এনডিটিভির তথ্য অনুযায়ী, ব্রাজিলজুড়ে হাভানের এমন কয়েক ডজন রেপ্লিকা রয়েছে। ধসে পড়া মূর্তিটির উপরের ২৪ মিটার অংশ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হলেও ১১ মিটার উঁচু বেদিটি অক্ষত থাকে। হাভান কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২০ সালে স্থাপন করা মূর্তিটি সব কারিগরি সনদপ্রাপ্ত ছিল। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে এলাকা ঘিরে ফেলা হয় এবং কয়েক ঘণ্টার মধ্যেই বিশেষজ্ঞ দল ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করে।

ঘটনাটি দক্ষিণ ব্রাজিলে ক্রমবর্ধমান ঝড়বৃষ্টির তীব্রতা ও অবকাঠামোগত স্থিতিশীলতা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।

17 Dec 25 1NOJOR.COM

দক্ষিণ ব্রাজিলের গুইবায় ঝড়ে ধসে পড়ল ১১০ ফুট উঁচু স্ট্যাচু অব লিবার্টির রেপ্লিকা

নিউজ সোর্স

ধসে পড়ল ‘স্ট্যাচু অব লিবার্টির’ ১১০ ফুট উঁচু রেপ্লিকা | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ২৩: ১১আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০০: ২৫
আমার দেশ অনলাইন
শক্তিশালী ঝড়ে ভেঙে পড়েছে স্ট্যাচু অব লিবার্টির প্রায় ৪০ মিটার উঁচু একটি রেপ্লিকা। তবে ঘটনাটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নয়, ব্রাজিলের দক্ষিণাঞ্চলের গুইবা