পাঁচ দাবিতে চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধীদের যমুনা অভিমুখে যাত্রা, পুলিশের বাধা
৫ দফা দাবিতে ফের রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধীরা
প্রতিবন্ধী চাকরিপ্রত্যাশীরা পাঁচ দফা দাবিতে বুধবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। ‘চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদ’-এর ব্যানারে তারা প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী বিশেষ নিয়োগ, প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে ২ শতাংশ ও তৃতীয়-চতুর্থ শ্রেণিতে ৫ শতাংশ কোটা বাস্তবায়ন, শ্রুতি লেখক নীতিমালা হালনাগাদ, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত পদে নিয়োগ এবং সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানান। বেলা সাড়ে ১২টার দিকে তারা যমুনার উদ্দেশে পদযাত্রা শুরু করলে শাহবাগ মোড়ে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে এবং কেউ কেউ রাস্তায় শুয়ে পড়েন। পরে পুলিশ সরিয়ে দিলে তারা পুনরায় জাদুঘরের সামনে অবস্থান নেন। প্রতিবন্ধী চাকরিপ্রত্যাশীরা জানান, ২০১৮ সাল থেকে তারা ন্যায্য অধিকার ও কর্মসংস্থানের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি।
ন্যায্য নিয়োগের দাবিতে যমুনার উদ্দেশে পদযাত্রা করতে গেলে শাহবাগে পুলিশ আটকায় প্রতিবন্ধী চাকরিপ্রত্যাশীদের
৫ দফা দাবিতে ফের রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধীরা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।