১০ বছর ধরে অপেক্ষায় গুম হওয়া ছাত্রদল নেতা সজীবের মা
গুম হওয়া সজীবের মা রেনু রহমান গুম হওয়া ছেলে সজীবের আসার অপেক্ষায় প্রহর গুনছেন। স্ত্রীও অপেক্ষায় আছেন সজীব এসে সন্তান রিজোয়ানকে ডেকে মাত করবেন পরিবারের মধ্যমণি হিসেবে; কিন্তু অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না।