Web Analytics

ফ্যাসিজমের কবর রচিত হলেও ছাত্রদলের নেতা সাইফুর রহমান সজীবের খোঁজ মিলছে না। সাইফুর রহমান সজীবকে (৪০) ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি কুড়িল চৌরাস্তা থেকে র‌্যাব-১ এর গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর থেকে আর বাড়ি ফেরেননি সজীব। মা ও স্ত্রী সজীবের ফেরার অপেক্ষায়, তারা সজীবের ছেলে রিজোয়ানকে ঘিরে কান্নায় মেতে থাকেন। কিন্তু এখনো ফিরে নি ছেলে। থানা, পুলিশ, ডিজিএফআই, র‌্যাব; কোনো জায়গায় যাওয়ার বাদ রাখেননি পরিবার। মা জানিয়েছেন, ভাড়া বাসা বদল করেন না, যদি ছেলে ফিরে এসে এই বাসায় তাদের না পায়!

Card image

নিউজ সোর্স

১০ বছর ধরে অপেক্ষায় গুম হওয়া ছাত্রদল নেতা সজীবের মা

গুম হওয়া সজীবের মা রেনু রহমান গুম হওয়া ছেলে সজীবের আসার অপেক্ষায় প্রহর গুনছেন। স্ত্রীও অপেক্ষায় আছেন সজীব এসে সন্তান রিজোয়ানকে ডেকে মাত করবেন পরিবারের মধ্যমণি হিসেবে; কিন্তু অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না।


একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।