চা শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়ন হবে, জানালেন উপদেষ্টা
চা শ্রমিকদের সকল ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন শ্রম-কর্মসংস্থান ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
এক মতবিনিময় সভায় চা শ্রমিক নেতাদের পক্ষ থেকে মজুরি বৃদ্ধি, স্থায়ী বাসস্থানের ব্যবস্থা, চা বাগানে প্রাথমিক বিদ্যালয়গুলো সরকারিকরণ, স্যানিটেশন ব্যবস্থা, নিরাপদ পানির ব্যবস্থা, ট্রেড ইউনিয়নের সংস্কারসহ নির্বাচন, চাকরি শেষে পেনশন ও গ্র্যাচুইটি আইনের আওতায় আনা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংষ্কৃতি রক্ষায় ব্যবস্থা নেওয়াসহ বিভিন্ন দাবি উপস্থাপন করা হয়। উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন। উপদেষ্টা বলেন, চা বাগান মালিকরা দাবি জানিয়েছেন, অকশনে চা পাতার যে বিক্রয় মূল্যের দাম ওঠে তা দিয়ে উৎপাদন খরচ ওঠে না। অকশনে চা পাতার মূল্য বৃদ্ধি করে শ্রমিকদের মজুরি রেশিও অনুযায়ী বৃদ্ধি করার ব্যবস্থা নেওয়া হবে।
চা শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়ন হবে: উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন
চা শ্রমিকদের সকল ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন শ্রম-কর্মসংস্থান ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।