মার্কিন শুল্ক নিয়ে অনিশ্চয়তায় কমেছে জ্বালানি তেলের দাম
মার্কিন শুল্ক পুনর্বহালের আশঙ্কায় বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ কারণে গতকাল আন্তর্জাতিক বাজারে কমেছে পণ্যটির দাম। এছাড়া ওপেক প্লাসভুক্ত দেশগুলো থেকে সরবরাহ বৃদ্ধির খবরও জ্বালানি তেলের দাম কমার পেছনে ভূমিকা রেখেছে। খবর রয়টার্স।