Web Analytics

চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমাম হোসেন রানা জানান, নগরে করোনা সংক্রমণ বাড়তে থাকায় আগামী রোববার থেকে করোনা প্রতিরোধী টিকা কার্যক্রম শুরু করবে চসিক স্বাস্থ্য বিভাগ। প্রথম ধাপে ষাটোর্ধ্ব ব্যক্তি, প্রসূতি, করোনাযুদ্ধে প্রথম সারিতে থাকা ব্যক্তিবর্গ এ টিকা নিতে পারবেন। তিনি জানান, নগরকে সাতটি অঞ্চলে ভাগ করে প্রতিটি অঞ্চলে প্রাথমিকভাবে ৩০০ ডোজ করে ফাইজারের টিকা পাঠানো হয়েছে। আরও জানান, টিকা নিতে আগ্রহীদের জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন বা আগের করোনা টিকা দেওয়ার কার্ড সঙ্গে আনতে হবে।

Card image

নিউজ সোর্স

RTV 18 Jun 25

২২ জুন থেকে করোনা টিকা দেবে চসিক, প্রথম ধাপে যারা পাবেন 

চট্টগ্রাম নগরে করোনা সংক্রমণ বাড়তে থাকায় আগামী রোববার (২২ জুন) থেকে করোনা প্রতিরোধী টিকা কার্যক্রম শুরু করবে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) স্বাস্থ্য বিভাগ। প্রথম ধাপে ষাটোর্ধ্ব ব্যক্তি, প্রসূতি, করোনাযুদ্ধে প্রথম সারিতে থাকা ব্যক্তিবর্গ এ টিকা নিতে পারবেন।