মিয়ানমারে বাংলাদেশ রেড ক্রিসেন্টের সহায়তা
মিয়ানমারের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)। সহায়তার মধ্যে রয়েছে এক টন হাইজিন কিট, ৮ টন শুকনা খাবার, দুই দশমিক ৫ টন পানি, চার টন ওষুধ, এক টন হাইজিন পণ্য ও দেড় টন ত্রাণ তাঁবু।