Web Analytics

জাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট দিতে আসা শিক্ষার্থী মো. রবিউল ইসলাম বলেন, ভোট দিতে এসে দেখি, আমার ভোট আগেই দেয়া হয়ে গেছে। রবিউল বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি বলেন, আমি ২০ মিনিট লাইনে দাঁড়িয়ে ভোট দিতে এসে দেখি, আমার ভোট আগেই অন্য কেউ দিয়ে গেছে। জীবনের প্রথম ভোট এভাবে নষ্ট হবে, আমি কোনোদিন ভাবিনি। এ নিয়ে পোলিং অফিসার মো. জাকির হোসেন বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, রবিউলের ভোট অন্য কেউ ভুয়া আইডি কার্ড ব্যবহার করে দিয়েছে। পরে রবিউল যখন তার আসল আইডি কার্ড নিয়ে ভোট দিতে আসে, তখন সেটি যাচাই করে সত্যতা নিশ্চিত হই। আমরা বিষয়টি ইতোমধ্যেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে জানিয়েছি।

Card image

নিউজ সোর্স

RTV 12 Sep 25

‘ভোট দিতে এসে দেখি, আমার ভোট আগেই দেওয়া হয়ে গেছে’

ভোট দিতে এসে দেখি, আমার ভোট আগেই সেয়া হয়ে গেছে বলে অভিযোগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দিতে আসা একজন ভোটার। 

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।