বুড়িগঙ্গার প্লাবনভূমি দখল করে বিস্তৃত হয়েছে মোহাম্মদপুরের সীমানা
নগরায়ণের প্রবল চাপে রাজধানী ঢাকার সীমানা প্রতিনিয়ত বিস্তৃত হচ্ছে। মোহাম্মদপুর এলাকার সীমানাও আর সেই পুরনো মানচিত্রে আটকে নেই। বুড়িগঙ্গার প্লাবনভূমি ছাড়িয়ে বিস্তৃত হয়েছে তুরাগ নদ পর্যন্ত। একসময় যেখানে নদী, খাল আর ধানখেত ছিল, এখন সেখানে সুউচ্চ ভবন আর হাউজিং প্রকল্পের ভিড়। নদী ও খালের অস্তিত্ব বিলীনে ভূমির চরিত্র বদলে গেছে। এ অবস্থায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ভাবছে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনাকে নির্দিষ্ট নীতিমালার আওতায় এনে আংশিক বৈধতা দেয়ার কথা। যদিও নদী, খাল ও সরকারি জমি দখলকারীদের ক্ষেত্রে কঠোর অবস্থানেই থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।