Web Analytics

বিচার বিভাগ ও প্রশাসনে এখনো ফ্যাসিবাদের দোসর রয়েছে দাবি করে বিএনপি নেতা খায়রুল কবির খোকন বলেছেন, ‘যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের সঙ্গে কোন আপস নয়। তাদের বিচারের ব্যাপারে আমরা বদ্ধ পরিকর।' তিনি বলেন, ‘বিএনপি ঠেকানোর জন্য একটি পক্ষ আদা জল খেয়ে নেমেছেন। জনগণ যদি বিএনপিকে ভোট দেয় ,তাহলে আপনাদের সমস্যা কোথায়? যাদের জামানত থাকবে না, সে দলগুলো ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে।‘ খোকন বলেন, ‘নির্বাচনকে প্রলম্বিত করার জন্য নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। এর মাধ্যমে ফ্যাসিবাদদের রাজনীতিতে পুর্নবাসনের সুযোগ হচ্ছে। ফ্যাসিবাদবিরোধী যে ঐক্য তৈরি হয়েছিল, সেখানে এখন বিভক্তি। আমরা কারো প্রতিপক্ষ নই।' এ নেতা বলেন, ‘আগামী ১০০ বছরেও আওয়ামী লীগ বাংলাদেশে ফিরতে পারবে না। ‘ জামায়াত ও এনসিপিকে ইঙ্গিত দিয়ে বলেন, ‘আপনাদের ভুলের কারণে যদি ফ্যাসিবাদ ফিরে আসে তাহলে সমস্ত দায়-দায়িত্ব আপনাদের নিতে হবে।'

01 Aug 25 1NOJOR.COM

যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের সঙ্গে কোন আপস নয়। তাদের বিচারের ব্যাপারে আমরা বদ্ধ পরিকর: খোকন

নিউজ সোর্স

বিচার বিভাগ ও প্রশাসনে এখনো ফ্যাসিবাদের দোসর রয়েছে, দাবি বিএনপি নেতা খোকনের

বিচার বিভাগ ও প্রশাসনে এখনো ফ্যাসিবাদের দোসর রয়েছে দাবি করে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের সঙ্গে কোন আপস নয়। তাদের বিচারের ব্যাপারে আমরা বদ্ধ পরিকর। তাদের বিচারের আওতায় আনতে হবে।’