Web Analytics

সোমবার সকালে কক্সবাজারে যুক্তরাষ্ট্রের এক নারীকে শ্লীলতাহানির অভিযোগের পর এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় গ্রেফতার হন তারেকুর রহমান প্রকাশক (৩০)। পুলিশ সুপার জানিয়েছেন, ইউএন ওম্যান নামের সংস্থার কর্মরত যুক্তরাষ্ট্রের এক নারী ও তার অপর এক সহকর্মীকে সঙ্গে নিয়ে সোমবার সকাল শহরে হেঁটে যাওয়ার সময় ঘটনাস্থলে ওই যুবক গতিরোধ করে ঝাপটে ধরেন। একই সঙ্গে তার শরীরের বিভিন্ন অংশ হাত দিয়ে শ্লীলতাহানি করেন। বিষয়টি পরবর্তীতে তিনি পুলিশকে জানালে পুলিশ বিকাল ৪টার দিকে শহরের ঝাউতলা থেকে অভিযুক্ত তারেককে গ্রেফতার করে।

11 Mar 25 1NOJOR.COM

মার্কিন নারীকে শ্লীলতাহানির অভিযোগে যুবক গ্রেফতার

নিউজ সোর্স

মার্কিন নারীকে শ্লীলতাহানির অভিযোগে যুবক গ্রেফতার

কক্সবাজারে একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত যুক্তরাষ্ট্রের এক নারীকে শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে কক্সবাজার শহরের শহিদ সরণির কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।