Web Analytics

তিব্বতির ধর্মীয় নেতা দালাইলামা আশা প্রকাশ করেছেন, তিনি আরও ৪০ বছর বা মোট ১৩০ বছরের বেশি সময় বাঁচবেন। ভারতের ধর্মশালায় আয়োজিত এক প্রার্থনায় তিনি বলেন, মৃত্যুর পর তিনি পুনর্জন্ম নিয়ে তিব্বতি বৌদ্ধদের নেতা হয়ে ফিরবেন। অনুষ্ঠানে ভক্ত, সন্ন্যাসী ও অতিথিরা অংশ নেন। চীন তাকে বিচ্ছিন্নতাবাদী মনে করলেও তিনি জানান, তার উত্তরসূরি বেছে নেওয়ার অধিকার থাকবে ‘গাডেন ফোড্রাং ট্রাস্ট’-এর হাতে এবং পুনর্জন্ম হবে চীনের বাইরে। দালাইলামা বর্তমানে তিব্বতি বৌদ্ধদের সবচেয়ে দীর্ঘজীবী নেতা।

Card image

নিউজ সোর্স

১৩০ বছর পর্যন্ত বাঁচতে চান দালাইলামা

তিব্বতি বৌদ্ধদের ধর্মীয় নেতা দালাইলামা আরও অন্তত ৪০ বছর বা মোট ১৩০ বছরেরও বেশি বাঁচার ইচ্ছা প্রকাশ করেছেন। দালাইলামা বলেছেন, তিনি আশা করেন, ১৩০ বছরের বেশি বাঁচবেন। মৃত্যুর পর তিনি পুনর্জন্ম নিয়ে তিব্বতি বৌদ্ধধর্মের প্রধান হিসাবে আবার ফিরে আসবেন বলেও ভক্তদের আশ্বাস দিয়েছেন। শনিবার ভারতের হিমাচলের ধর্মশালায় তার দীর্ঘায়ু কামনায় আয়োজিত এক প্রার্থনা অনুষ্ঠানে এসব কথা বলেন দালাইলামা। এদিন হাজারো ভক্ত, সন্ন্যাসী এবং বিভিন্ন দেশের অতিথিরা ওই অনুষ্ঠানে যোগ দেন। রোববার তার ৯০তম জন্মদিন।


একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।