১৩০ বছর পর্যন্ত বাঁচতে চান দালাইলামা
তিব্বতি বৌদ্ধদের ধর্মীয় নেতা দালাইলামা আরও অন্তত ৪০ বছর বা মোট ১৩০ বছরেরও বেশি বাঁচার ইচ্ছা প্রকাশ করেছেন। দালাইলামা বলেছেন, তিনি আশা করেন, ১৩০ বছরের বেশি বাঁচবেন। মৃত্যুর পর তিনি পুনর্জন্ম নিয়ে তিব্বতি বৌদ্ধধর্মের প্রধান হিসাবে আবার ফিরে আসবেন বলেও ভক্তদের আশ্বাস দিয়েছেন। শনিবার ভারতের হিমাচলের ধর্মশালায় তার দীর্ঘায়ু কামনায় আয়োজিত এক প্রার্থনা অনুষ্ঠানে এসব কথা বলেন দালাইলামা। এদিন হাজারো ভক্ত, সন্ন্যাসী এবং বিভিন্ন দেশের অতিথিরা ওই অনুষ্ঠানে যোগ দেন। রোববার তার ৯০তম জন্মদিন।