আগামী সপ্তাহেই ইরানের সঙ্গে আলোচনা: ট্রাম্প
পারমাণববিক চুক্তির বিষয়ে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মাঝে বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক আলোচনা শুরু হতে পারে। নেদারল্যান্ডসের হেগে ন্যাটো সম্মেলনে ট্রাম্প বলেন, ইরান হামলার আগে তাদের পারমাণবিক উপাদান সরিয়ে নিতে পারেনি, কারণ সেগুলো ভারী ও জটিল। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, শান্তিপূর্ণ পক্ষের সঙ্গে আলোচনায় আগ্রহী ট্রাম্প, তবে আলোচনা শুরু হবে কি-না তা নির্ভর করবে ইরানের অংশগ্রহণের আগ্রহের ওপর।
পারমাণববিক চুক্তির বিষয়ে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মাঝে বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।