গুমের সত্য উন্মোচনে তথ্যচিত্র প্রকাশ করল কমিশন
গুম হওয়া ব্যক্তিদের সঠিক তথ্য উন্মোচনে তথ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন। তথ্যচিত্রে গুম কারা করত, কিভাবে করত, গুমের পর নিখোঁজদের কোথায় এবং কিভাবে আটকে রাখা হতো, তাদের পরিণতি কী হতো এবং কারা কারা এই কাজে সরাসরি জড়িত ছিল।