সরকারি ক্রয়-সংক্রান্ত কমিটির সভায় অনুমোদন সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া থেকে দুই কার্গো এলএনজি কিনবে সরকার
দেশের জ্বালানির চাহিদা পূরণে সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে দুই কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৯৮৯ কোটি ৩৬ লাখ ৭০ হাজার ৩০৫ টাকা। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে গতকাল সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ অনুমোদন দেয়া হয়।