Web Analytics

দেশের জ্বালানি চাহিদা মেটাতে সিঙ্গাপুরের গানভর ও দক্ষিণ কোরিয়ার পসকো থেকে দুটি এলএনজি কার্গো আমদানির অনুমোদন দিয়েছে সরকার, যার ব্যয় প্রায় ৯৮৯ কোটি টাকা। এছাড়া পায়রা বন্দরে ক্রেন স্থাপন, নারায়ণগঞ্জে টার্মিনাল নির্মাণ, মুক্তারপুর সেতুর কাছে সড়ক সম্প্রসারণ, ঢাকা ওয়াসার পরামর্শক নিয়োগ এবং ডিজিটাল সরকার প্রকল্পের আওতায় আইটি খাতে উন্নয়নসহ একাধিক বড় অবকাঠামো প্রকল্প অনুমোদন পেয়েছে। এসব উদ্যোগে দেশীয় ও বিদেশি প্রতিষ্ঠান যুক্ত থাকবে।

Card image

নিউজ সোর্স

সরকারি ক্রয়-সংক্রান্ত কমিটির সভায় অনুমোদন সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া থেকে দুই কার্গো এলএনজি কিনবে সরকার

দেশের জ্বালানির চাহিদা পূরণে সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে দুই কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৯৮৯ কোটি ৩৬ লাখ ৭০ হাজার ৩০৫ টাকা। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে গতকাল সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ অনুমোদন দেয়া হয়।


একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।