Web Analytics

রংপুরে পাঁচদিনের সফরে শহীদ আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এরপর তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহিদ আবু সাঈদ চত্বর পরিদর্শন করেন। বেরোবি ক্যাম্পাসে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। প্রধান বিচারপতি এর আগে জজ আদালতসহ বিভিন্ন আদালত পরিদর্শন করেছেন। এ সময় তিনি বিচারকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

Card image

নিউজ সোর্স

আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধান বিচারপতি

রংপুরে পাঁচ দিনের সফরে এসে রোববার বিকালে পীরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী নিহত আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।