Web Analytics

বিশ্বখ্যাত ভিডিও গেম সিরিজ ‘কল অব ডিউটি’র সহ-নির্মাতা ভিন্স জাম্পেলা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের উত্তরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। সোমবার ইলেকট্রনিক আর্টস (ইএ) তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানায়, ৫৫ বছর বয়সী এই গেম নির্মাতা রোববার নিজের ফেরারি গাড়ি চালানোর সময় দুর্ঘটনার কবলে পড়েন।

ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল (সিএইচপি) জানায়, অজ্ঞাত কারণে গাড়িটি রাস্তা থেকে ছিটকে গিয়ে কংক্রিটের বাধায় আঘাত করে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এতে চালক ও এক যাত্রী গুরুতর আহত হয়ে পরে মারা যান। প্রত্যক্ষদর্শীরা সামাজিক মাধ্যমে দুর্ঘটনাস্থলের ভিডিও প্রকাশ করেছেন, যেখানে আগুনে জ্বলতে থাকা লাল ফেরারি গাড়িটি দেখা যায়। দুর্ঘটনার কারণ এখনো তদন্তাধীন।

প্রথম-ব্যক্তি সামরিক শুটার গেমের ক্ষেত্রে জাম্পেলাকে একজন পথিকৃৎ হিসেবে বিবেচনা করা হয়। তাঁর স্টুডিওগুলো ইতিহাসের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ভিডিও গেম তৈরি করেছে। তাঁর মৃত্যু গেমিং শিল্পে এক বড় শূন্যতা তৈরি করেছে।

23 Dec 25 1NOJOR.COM

লস অ্যাঞ্জেলেসে গাড়ি দুর্ঘটনায় ‘কল অব ডিউটি’র সহ-নির্মাতা ভিন্স জাম্পেলার মৃত্যু

নিউজ সোর্স

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ‘কল অব ডিউটি’র সহ-নির্মাতা | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১১: ৪৭
আমার দেশ অনলাইন
বিশ্বখ্যাত ভিডিও গেম সিরিজ ‘কল অব ডিউটি’–র সহ-নির্মাতা ভিন্স জাম্পেলা এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন। গেমিং জায়ান্ট ইলেকট্রনিক আর্টস (ইএ) সোমবার তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত ক