চাঁদপুরে পদ্মা-মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ
জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে পদ্মা ও মেঘনা নদীর অভয়াশ্রমে প্রতি বছরই মাছ শিকারে দুই মাসের নিষেধাজ্ঞা দেয় সরকার। ১ মার্চ থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞা শেষ হয়েছে ৩০ এপ্রিল। ১ মে থেকে মাছ ধরতে নদীতে ফিরে যান জেলেরা। তবে পদ্মা ও মেঘনা নদীতে প্রত্যাশিত ইলিশ ধরা পড়ছে না জেলেদের জালে। অনেকেই ফিরছেন খালি হাতে। চাঁদপুর বড় স্টেশনের আড়তে ক্রেতারা ভিড় করলেও ফিরতে হচ্ছে শূন্য হাতে। ইলিশের সরবরাহ যেমন কমেছে, তেমনি বেড়েছে দাম।