Web Analytics

মাছের প্রজনন ও উৎপাদন বাড়াতে বঙ্গোপসাগরে এবার প্রথমবারের মতো ভারতের সঙ্গে সময় মিলিয়ে ১৫ এপ্রিল মধ্যরাত থেকে শুরু হয়ে টানা ৫৮ দিন ১১ জুন পর্যন্ত মাছ ধরায় নিষেধাজ্ঞা চলবে। এবারও নিষেধাজ্ঞার আগে চাল সহায়তা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বরগুনার জেলেরা। সমুদ্রে মাছের প্রজনন ও উৎপাদন বাড়াতে ২০১৫ সাল থেকে শুরু হয় ৬৫ দিনের মৎস্য আহরণের নিষেধাজ্ঞা। প্রতিবছর ২০ মে হতে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সব প্রকার মাছ আহরণ নিষিদ্ধ করা হয়। অন্যদিকে প্রতিবেশী দেশ ভারতের আওতাধীন বঙ্গোপসাগর এলাকায় ৬১ দিনের নিষেধাজ্ঞা শুরু হয় ১৫ এপ্রিল হয়ে ১৪ জুন শেষ হয়। জেলেদের দীর্ঘদিনের অভিযোগ, বাংলাদেশের জেলেরা যখন সমুদ্রে মাছ ধরা বন্ধ রাখতেন, তখন প্রতিবেশী দেশের জেলেরা এদেশের জলসীমায় ঢুকে মাছ ধরে নিয়ে যায়। যাতে নিষেধাজ্ঞা শেষে সুফল থেকে বঞ্চিত হতো বাংলাদেশের জেলেরা। এবারের নতুন পদক্ষেপে খুশি হয়ে জেলেরা প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। এছাড়া প্রশাসন দ্রুত চাল দেওয়ার প্রতিশ্রুতি দেয়!

Card image

নিউজ সোর্স

প্রথমবারের মতো ভারতের সাথে মিল রেখে বঙ্গোপসাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা, জেলেরা খুশি হলেও এবারও চাল পায়নি

মাছের প্রজনন ও উৎপাদন বাড়াতে বঙ্গোপসাগরে এবার প্রথমবারের মতো ভারতের সঙ্গে সময় মিলিয়ে শুরু হচ্ছে মাছ ধরার নিষেধাজ্ঞা। ১৫ এপ্রিল মধ্যরাত থেকে শুরু হয়ে টানা ৫৮ দিন ১১ জুন পর্যন্ত চলবে এ নিষেধাজ্ঞা।