Web Analytics

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা ও পাঁচ জুয়াড়িসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার তালুককানুপুর ও শালমারা ইউনিয়নে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানা গেছে।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন তালুককানুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য রেজাউল করিম (৪৭) এবং শালমারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সারোয়ার হোসেন ব্যাপারী (৫৬)। একই রাতে তালুককানুপুর বাজারে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় পাঁচ জুয়াড়িকে—রবিউল ইসলাম (৩৯), আব্দুল জোব্বার (৬২), মধু মিয়া (৪২), লিচু মিয়া (৩৭) ও শরিফুল ইসলাম (৪৪)—গ্রেপ্তার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

02 Jan 26 1NOJOR.COM

গোবিন্দগঞ্জে নিষিদ্ধ আ.লীগের দুই নেতা ও পাঁচ জুয়াড়িসহ সাতজন গ্রেপ্তার

নিউজ সোর্স

গোবিন্দগঞ্জে নিষিদ্ধ আ.লীগের দুই নেতাসহ ৭ জন গ্রেপ্তার | আমার দেশ

উপজেলা প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১৮: ৫৭
উপজেলা প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দুই নেতা ও পাঁচ জুয়ারিসহ সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত