ভারতের সংসদে পেশ হলো বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল
বিরোধীদের প্রতিবাদ ও টানটান উত্তেজনার মধ্যে ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় পেশ হল বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল। বুধবার সংসদের নিম্নকক্ষে এই বিলটি পেশ করেন দেশটির সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।
বিরোধিতার মুখেও ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পেশ করেছেন। এরপর ৮ ঘণ্টা ধরে এই বিল নিয়ে আলোচনা হবে উভয় কক্ষে। তারপর এটির ওপর ভোটাভুটি হবে। বিরোধী দলগুলোর দাবি, এই সংশোধনী সংখ্যালঘুদের অধিকারের পরিপন্থি। সরকার ওয়াকফ সম্পত্তির উপর সরাসরি নিয়ন্ত্রণ করতে চাইছে। বিজেপি সরকারের মতে, এই সংশোধনী বিলের মাধ্যেমে বেআইনি দখল রোধ করা সম্ভব হবে এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত হবে। উল্লেখ্য, সম্পত্তি ওয়াকফ ঘোষণার ক্ষমতা আগে ওয়াকফ বোর্ডের থাকলেও এখনকার বিলে সেইটা জেলা প্রশাসনের। এছাড়া ওয়াকফফ বোর্ডে অমুসলিম ও শিয়াদের বাধ্যতামূলক রাখার বিধান যুক্ত হয়েছে।
বিরোধীদের প্রতিবাদ ও টানটান উত্তেজনার মধ্যে ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় পেশ হল বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল। বুধবার সংসদের নিম্নকক্ষে এই বিলটি পেশ করেন দেশটির সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।