কাঁচা চামড়া রপ্তানি নিষিদ্ধ, ব্যাংক এলসি নিতে পারবে না
‘ওয়েট ব্ল– চামড়া’ বা কাঁচা চামড়া রপ্তানি ৩ মাসের জন্য স্থগিত করেছে সরকার। ফলে এসব চামড়া রপ্তানির জন্য বাণিজ্যিক ব্যাংকগুলো কোনো বিদেশি ব্যাংকের এলসি গ্রহণ করতে পারবে না। উদ্যোক্তারাও বিদেশি কোনো ক্রেতার কাঁচা চামড়ার এলসি নিতে পারবেন না।