ইসরাইল সাইপ্রাসে কী করতে চায়?
ইসরাইলের সংবাদপত্র হায়োমে সম্প্রতি একটি নিবন্ধ লিখেছেন শেই গাল। তার লেখাটি নিয়ে অনেক প্রতিক্রিয়া হয়েছে। নিবন্ধের শিরোনাম ‘নর্দার্ন সাইপ্রাস ইজ অলসো অ্যান ইসরাইলি প্রবলেম’। অর্থাৎ উত্তর সাইপ্রাস ইসরাইলেরও একটি সমস্যা। এই লেখার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে টার্কিশ রিপাবলিক অব নর্দার্ন সাইপ্রাস (টিআরএনসি) ও তুরস্ক। গাল একসময় ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের আন্তর্জাতিক সম্পর্কের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ইসরাইল সরকারের মন্ত্রীদের জন্য সিনিয়র উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন তিনি। তার লেখায় তিনি মধ্যপ্রাচ্য ও সাইপ্রাসে নেতানিয়াহু সরকারের নীতি মূল্যায়নের চেষ্টা করেছেন।