আরাঘচির মস্কো সফর পুতিনের কাছে আরো সক্রিয় ভূমিকা চাইলেন খামেনি
ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে আরো সক্রিয় সমর্থনের অনুরোধ জানিয়েছেন। সোমবার (২৩ জুন) মস্কো সফরে গিয়ে এই বার্তা পৌঁছে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। খবর রয়টার্স।