‘পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে, কান দিবেন না’
শুক্রবার (২৪ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে। এসবে কান দিবেন না। আমরা সবাই ভাল আছি। নিজ নিজ জায়গায় আছি। আলহামদুলিল্লাহ।
আইন ও বিচার উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিত্তিহীন গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন। ২৪ জানুয়ারি এক ফেসবুক পোস্টে তিনি একে “পাগলের প্রলাপ” বলে আখ্যা দিয়ে সবাইকে আশ্বস্ত করেন যে, সবকিছু ঠিক আছে। ২৩ জানুয়ারি রাত থেকে অন্তর্বর্তী সরকার, উপদেষ্টাদের পলায়ন, প্রধান উপদেষ্টার পদত্যাগ এবং সামরিক বাহিনীর সরকার গঠনের মিথ্যা দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ায়। তিনি এ ধরনের তথ্যকে পুরোপুরি ভিত্তিহীন এবং মিথ্যা বলে উল্লেখ করেছেন।
শুক্রবার (২৪ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে। এসবে কান দিবেন না। আমরা সবাই ভাল আছি। নিজ নিজ জায়গায় আছি। আলহামদুলিল্লাহ।
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।