Web Analytics

কৃষিবিদদের তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগারগাঁও ‘ব্লকেড’ করলেও ঘণ্টাখানেকের মধ্যেই রাস্তা ছেড়ে দিয়েছে শেকৃবি'র শিক্ষার্থীরা। ধীরে ধীরে রাস্তায় যান চলাচল স্বাভাবিক হচ্ছে। পরবর্তীতে প্রকৌশলীদের সাথে আলোচনা করে নতুন কর্মসূচি দেয়া হবে বলে জানান তারা। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির ঘোষণাও দিয়েছেন শিক্ষার্থীরা। এর আগে, গত বুধবার রাতে এক আলোচনা শেষে এ কর্মসূচির সিদ্ধান্ত নেয়া হয়। শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো-ডিএই, বিএডিসি ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের ১০ম গ্রেড কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত করা। নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া ৯ম গ্রেডে পদোন্নতির কোনো সুযোগ না রাখা। কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক না হলে নামের সঙ্গে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার না করার বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করা।

Card image

নিউজ সোর্স

শেকৃবি শিক্ষার্থীদের আগারগাঁও ব্লকেড প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

কৃষিবিদদের তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগারগাঁও ‘ব্লকেড’ করলেও ঘণ্টাখানেকের মধ্যেই রাস্তা ছেড়ে দিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। ধীরে ধীরে রাস্তায় যান চলাচল স্বাভাবিক হচ্ছে।