সুনাম ধরে রাখতে হলে মান্দাতা আমলের রাজনীতি ধরে রাখা যাবে না: এ্যানি
যদি সুনাম ধরে রাখতে হয়, তবে মান্দাতা আমলের রাজনীতি ধরে রাখলে চলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।
বিএনপি নেতা শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আমরা যখন থেকে রাজনীতিতে ফুলটাইম দেওয়া শুরু করি, তখন থেকেই কেবল মিছিল মিটিংয়ে সীমাবদ্ধ ছিলাম না, সামাজিক এবং মানবিক নানা কাজকে প্রাধান্য দিয়েছি। রাজনীতি মানেই মিছিল মিটিং না, সামাজিক এবং মানবিক দিকগুলোকেও প্রাধান্য দেওয়া। আমাদের সময় এ কাজগুলোতে তেমন ঝোঁক ছিল না। এখন এ জায়গায় অনেক প্রতিযোগিতা। ফলে সে মান্দাত্তা আমলের রাজনীতি ধরে রাখলেই চলবে না। এ্যানি বলেন, তখন থেকে সবকিছুতে আমরা বর্তমান শিক্ষার্থীদের প্রজন্মকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে শুরু করেছি। শিক্ষার্থীদের কথাগুলোকে প্রাধান্য দিয়েই রাজনীতি করছি। আরো বলেন, নানা প্রতিবন্ধকতা স্বত্তেও রামগতির উপকূলীয় অঞ্চলের ছেলেমেয়েরা অনেক আগে থেকেই সক্রিয়ভাবে পড়াশোনায় অংশ নিয়েছে। যদিও তাদের জন্য এটি কখনোই সহজ কাজ ছিল না। আমরা যদি মধ্যে দলমতের বাইরে ঐক্য ধরে রাখতে পারি, তবে রামগতিসহ পুরো লক্ষ্মীপুরের বিশৃঙ্খলা, মাদক ইত্যাদিকে দূর করে সুন্দর সমাজ গড়তে পারব। নদী ভাঙন রামগতির মানুষের জন্য প্রধানতম চ্যালেঞ্জ। ঐক্যবদ্ধভাবে এটি প্রতিরোধও সম্ভব।
যদি সুনাম ধরে রাখতে হয়, তবে মান্দাতা আমলের রাজনীতি ধরে রাখলে চলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।