কুমিল্লায় শহিদ মিনার ভাঙচুরের ঘটনায় দুটি তদন্ত কমিটি
কুমিল্লায় একুশ ফেব্রুয়ারি রাতে শহিদ মিনার ভাঙচুরের ঘটনায় উপজেলা প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। এদিকে শহিদ দিবসে শহিদ মিনার ভাঙচুরের ঘটনা ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এ নিয়ে দেশব্যাপী ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের গুণবতী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শুক্রবার পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।