পশ্চিমা মদদে গাজা থেকে ইরান পর্যন্ত নেতানিয়াহুর নতুন ‘হলোকাস্ট’
ইসরায়েলের সামরিক আগ্রাসনকে ‘আত্মরক্ষা’ হিসেবে বর্ণনা করে জি৭ সম্মেলন থেকে যৌথ বিবৃতি দেয়া হয়। এ যৌথ বিবৃতিকে ‘অরওয়েলীয়’ ভাষাচালনা হিসেবে আখ্যা দিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে, এই বিবৃতির মাধ্যমে ভাষাকে রাজনৈতিক উদ্দেশ্যে বিকৃত করে তাতে আগ্রাসনকে স্বাভাবিক করে তোলা হয়েছে। সেইসঙ্গে আন্তর্জাতিক আইনের ধারাবাহিক লঙ্ঘনের জন্য ইসরায়েলকে কূটনৈতিক আশ্রয় দেয়া হয়েছে।