প্রার্থীদের প্রচারের সব ব্যবস্থা করতে পারবে ইসি
জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সব প্রার্থীর প্রচারের সব ধরনের ব্যবস্থা পরীক্ষামূলকভাবে আয়োজন করতে পারবে নির্বাচন কমিশন (ইসি)। সব প্রার্থীকে এক মঞ্চে এনে তাদের নির্বাচনি ইশতেহার ঘোষণার ব্যবস্থাও করতে পারবে। শুধু তাই নয়, তাদের ব্যানার, ফেস্টুন, লিফলেট নির্বাচনি এলাকায় টানানোর ব্যবস্থাও করবে ইসি। তবে এর ব্যয় বহন করবেন প্রার্থীরা। এসব বিধান যুক্ত করে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত করেছে এ সংক্রান্ত কমিটি। ওই খসড়া বিধিমালা আজ অনুষ্ঠেয় কমিশন সভায় তোলা হবে। কমিশন অনুমোদন দিলে তা কার্যকর করার ব্যবস্থা নেবে ইসি সচিবালয়। ইসির নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।