Web Analytics

মালয়েশিয়ায় জোরপূর্বক শ্রমের শিকার কর্মীদের সঙ্গে আলোচনা করেছেন উপদেষ্টা আসিফ নজরুল। আলোচনায় প্রবাসীরা তাদের দীর্ঘদিনের সমস্যা তুলে ধরলে সমাধানের আশ্বাস দেন উপদেষ্টা। আগামীকাল মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এবং মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিম চি কেওংয়ের সঙ্গে শ্রমবাজার ইস্যুতে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। উপদেষ্টা বলেন, ‘এ সফর হচ্ছে শ্রমবাজার নিয়ে। প্রবাসীদের এখানে অনেক সমস্যা আছে। অনেকে অনিয়মিত হয়ে গেছে। অনেকে কাজ পাচ্ছেন না। আমাদের প্রবাসী ভাইয়েরা হচ্ছেন রেমিট্যান্স যোদ্ধা। তারা অনেকে অনেক কষ্টে আছেন। যতটা পারা যায় আমাদের দেশের স্বার্থ রক্ষা।’ উল্লেখ্য, গত বছরের ১ জুন থেকে কর্মী প্রবেশে নিষেধাজ্ঞা দেয় দেশটি।

Card image

নিউজ সোর্স

মালয়েশিয়ায় প্রবাসীদের কষ্টের কথা শুনলেন আসিফ নজরুল

মালয়েশিয়ায় জোরপূর্বক শ্রমের শিকার কর্মীদের সঙ্গে আলোচনা করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। দেশটির স্থানীয় সময় বুধবার বেলা ১১টার দিকে মালয়েশিয়ার নেগরি সিম্বিলানের মেডিসিরাম এসডিএন বিএইচডিতে প্রবাসী বাংলাদেশিদের কথা শুনেন তিনি। আলোচনায় প্রবাসীরা তাদের দীর্ঘদিনের সমস্যা তুলে ধরলে সমাধানের আশ্বাস দেন উপদেষ্টা।