Web Analytics

আশুরা ও তাজিয়া মিছিল উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও নির্দেশনা ঘোষণা করেছে। অংশগ্রহণকারীদের অস্ত্র, ব্যাগ বা আতশবাজি বহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ইমামবাড়া কর্তৃপক্ষকে স্বেচ্ছাসেবক নিয়োগ ও জেনারেটর প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সিসিটিভি, চেকপোস্ট ও পুলিশের উপস্থিতি জোরদার করা হয়েছে। কাউন্টার টেরোরিজম ইউনিট আগাম নিরাপত্তা তল্লাশি চালাবে। একই দিনে হিন্দু ধর্মাবলম্বীদের রথ যাত্রাও থাকায় সবাইকে পুলিশ নির্দেশনা মানতে অনুরোধ জানানো হয়েছে।

04 Jul 25 1NOJOR.COM

ঢাকায় আশুরা ও তাজিয়া মিছিল ঘিরে কড়া নিরাপত্তা ও নির্দেশনা জারি

নিউজ সোর্স

আশুরা-তাজিয়া মিছিলে অংশ নিতে ডিএমপির একগুচ্ছ পরামর্শ

পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিলকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাজিয়া মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি, ব্যাগ, সুটকেস বা সন্দেহজনক কোনো প্যাকেট নিয়ে অংশ নেয়া যাবে না। এ মিছিলে অংশগ্রহণকারীরা আতশবাজি বা পটকা ব্যবহার করতে পারবেন না। একই সঙ্গে ইমামবাড়া ও মিছিল আয়োজনকারীদের প্রতি অনুরোধ জানিয়ে ডিএমপি থেকে বলা হয়েছে, আশুরার নানা অনুষ্ঠান ও তাজিয়া মিছিলে নিজস্ব নিরাপত্তাকর্মী বা স্বেচ্ছাসেবক নিয়োজিত করে যেন পুলিশি নিরাপত্তা জোরদারে সহযোগিতা করা হয়। পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাটে বিকল্প হিসেবে জেনারেটর রাখার পরামর্শও দিয়েছে ডিএমপি।