বাঁকখালী নদী দখলমুক্ত অভিযানে বাধা, এক্সক্যাভেটর ভাংচুর, সড়ক অবরোধ
কক্সবাজারে বাঁকখালী নদী দখলমুক্ত অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে নুনিয়ারছড়া এলাকায় জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ যৌথভাবে উচ্ছেদ অভিযান শুরু করলে দখলদার ও তাদের সমর্থকরা বাধা দেয়। অভিযান বন্ধের দাবিতে কয়েকশ নারী-পুরুষ বিক্ষোভ করেছেন। কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে, ঠেলাগাড়ি রেখে ও গাছের গুঁড়ি ফেলে প্রায় ২ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখা হয়। এ সময় উচ্ছেদ অভিযানে ব্যবহৃত একটি এক্সক্যাভেটর ভাংচুর করা হয়। বাধার মুখে উচ্ছেদ অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি।